Saturday, December 6, 2025

যশোর কেন্দ্রীয় কারাগারের সাবেক জেলার আবু তালেব আর নেই

যশোর কেন্দ্রীয় কারাগারের সাবেক জেলার ও বর্তমানে কারা অধিদপ্তরের এআইজি (প্রিজন) পদে কর্মরত কর্মকর্তা আবু তালেব ইন্তেকাল করেছেন। আজ ভোরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫০-এর ঘরে।

দীর্ঘ কর্মজীবনে আবু তালেব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি সহকর্মীদের কাছে ছিলেন অমায়িক, সহজ-সরল ও পরোপকারী এক মানুষ। সর্বশেষ তিনি কারা অধিদপ্তরের হেডকোয়ার্টারে এআইজি (প্রিজন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আবু তালেবের শেকড় নড়াইলের লোহাগড়ায়। পড়াশোনার শুরুতে নানা প্রতিকূলতার মধ্য দিয়েও তিনি এগিয়ে যান। যশোর এম এম কলেজে পড়াশোনার সময় এক ছাত্রনেতার সহযোগিতায় তিনি ভর্তি হয়ে শিক্ষাজীবন চালিয়ে যেতে সক্ষম হন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করে তিনি তৎকালীন ডেপুটি জেলার পদে যোগ দেন। ধাপে ধাপে পদোন্নতি পেয়ে সর্বশেষ এআইজি (প্রিজন) পদে দায়িত্ব পালন করছিলেন।

আবু তালেবের হঠাৎ মৃত্যুতে কারা প্রশাসনসহ সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীরা তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর