Saturday, December 6, 2025

রাজশাহীতে এক পরিবারের চারজনের মরদেহ উদ্ধার, চিরকুটে অর্থকষ্টের কথা

রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ পাওয়া যায়।

নিহতরা হলেন—মিনারুল (৩৫), তার স্ত্রী মনিরা (২৮), ছেলে মাহিম (১৩) ও দেড় বছরের মেয়ে মিথিলা।

স্থানীয়দের দাবি, অর্থকষ্ট ও ঋণের চাপের কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে পরিবারটির অভাব-অনটন ও ঋণগ্রস্ততার কথা উল্লেখ আছে।

মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। চিরকুটটি নিহত মিনারুলের লেখা কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অর্থনৈতিক সংকটের কারণে হতাশ হয়ে এই ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর