Saturday, December 6, 2025

নড়াইলে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকসহ পাঁচ নেতা গ্রেফতার

নড়াইল প্রতিনিধি: নাশকতার মামলায় নড়াইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল সাহাসহ পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ জুলাই) জেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতার হওয়া অন্যরা হলেন—নড়াইল জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ শেখ, লোহাগড়া উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোজাম খান, লোহাগড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সদস্য জাহিদ খান এবং নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন সরদার।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম, নড়াগাতী থানার ওসি আশিকুর রহমান এবং নড়াইল সদর থানার ওসি (তদন্ত) জামিল কবির জানিয়েছেন, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গ্রেফতার হওয়া নেতাদের অধিকাংশের বিরুদ্ধে আগেই নাশকতার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল বলে পুলিশ জানিয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর