মহব্বত আলী: ঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজের তিন দিন পর বুড়ি ভৈরব নদী থেকে নাঈম (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার মাসলিয়া গ্রামের পাশে নদীর কচুরিপানার ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় তার লাশ উদ্ধার করে এলাকাবাসী।
নিহত নাঈম মাসলিয়া গ্রামের সবজি বিক্রেতা মহিদুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে নাঈম বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে নদীর পানিতে লাফ দেয়। এরপর সে নিখোঁজ হয়। বিষয়টি জানাজানি হলে কালীগঞ্জ ফায়ার সার্ভিস, খুলনা ডুবুরি দল ও এলাকাবাসী যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। টানা দুই দিন চেষ্টার পরও তার খোঁজ মেলেনি, ফলে মঙ্গলবার উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
তবে বুধবার সকালে আবারও পরিবারের স্বজন ও গ্রামবাসীরা নদীতে খোঁজ শুরু করেন। দুপুরে কচুরিপানার মধ্যে লাশের গন্ধ পেয়ে খোঁজ করতে গিয়ে অর্ধগলিত অবস্থায় নাঈমের লাশ উদ্ধার হয়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, “নদীতে কচুরিপানার ঘনত্বের কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়। তবে টানা দুই দিন ফায়ার সার্ভিস ও খুলনার ডুবুরি দল চেষ্টা চালিয়েছে।”







