Friday, December 5, 2025

বারোবাজারে ব্রিজ থেকে গাঙ্গে পড়ে নিখোঁজ শিশু নাইম

মহব্বত আলী, কালিগঞ্জ (ঝিনাইদহ): ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার বারোবাজারে ব্রিজ থেকে গাঙ্গে পড়ে নিখোঁজ হয়েছে নাইম হোসেন (৮) নামে এক শিশু। সে বারোবাজারের মাসলিয়া গ্রামের মুহিদুল ইসলামের ছেলে।

জানা গেছে, সোমবার (১৪ জুলাই) দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে ব্রিজে খেলতে গিয়ে নাইম গাঙ্গে লাফ দেয়। তবে সে আর ভেসে না উঠলে সঙ্গে থাকা শিশুরা চিৎকার শুরু করে। তাদের ডাক শুনে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করেন।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালায়। কিন্তু নাইমের কোনো খোঁজ না মেলায় প্রথম দিনের উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

আজ মঙ্গলবার সকাল থেকে পুনরায় তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ঘটনাস্থলে স্থানীয় শত শত নারী-পুরুষ ভিড় করেছেন।

ফায়ার সার্ভিসের ডুবুরিরা জানান, নদীতে প্রচুর পরিমাণে পট থাকার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। তবুও তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে শিশু নাইমকে না পেয়ে পরিবারে চলছে শোকের মাতম।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর