Friday, December 5, 2025

বারোবাজার কাঁদাময় রাস্তায় নাকাল তিন গ্রামের মানুষ

আল মামুন, ঝিনাইদহ: ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ডে সাদিকপুর, হাসিলবাগ ও ফুলবাড়িয়া গ্রামের প্রায় ১০ কিলোমিটার কাঁচা রাস্তাটি বৃষ্টিতে কাদায় পরিণত হয়ে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বর্ষা মৌসুমে রাস্তাটি দিয়ে হাঁটাও কঠিন হয়ে পড়ে। কাদা, গর্ত আর পিচ্ছিল মাটির কারণে বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীরা চরম দুর্ভোগে পড়ছেন। স্কুলগামী শিশুরা প্রতিদিনই বিপদের মুখে রাস্তাপথ পাড়ি দেয়।

সাদিকপুর গ্রামের এক পশু চিকিৎসক বলেন, “প্রতিদিন শিশুদের স্কুলে পাঠাতে ভয় লাগে। কেউ পড়ে আঘাত পাচ্ছে, কেউ কাদায় আটকে যাচ্ছে। ৮-১০ কিলোমিটার পথ যেন প্রতিদিন যুদ্ধ।”

আরেকজন স্থানীয় বাসিন্দা বলেন, “রোগী নিয়ে হাসপাতালে যেতে হলে রিকশা বা ভ্যান ঢুকতেই চায় না। তখন স্ট্রেচারে করে নিয়ে যেতে হয়—এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।”

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, রাস্তাটি পাকা করার প্রস্তাব একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হলেও এখনো কোনো বরাদ্দ মেলেনি।

ভুক্তভোগীদের দাবি, রাস্তাটি দ্রুত সংস্কার বা পাকা না হলে শিশুদের শিক্ষা, রোগীদের চিকিৎসা এবং কৃষিপণ্যের বাজারজাতকরণ—সবই ব্যাহত হবে। তাই জরুরি ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর