Friday, December 5, 2025

মোরেলগঞ্জে জাগরণী চক্র ফাউন্ডেশনের সংলাপ ও প্রশিক্ষণ উপকরণ বিতরণ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জাগরণী চক্র ফাউন্ডেশনের সৃজন প্রকল্পের উদ্যোগে সরকারি ও বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সংলাপ এবং ভোকেশনাল প্রশিক্ষণপ্রাপ্ত উপকারভোগীদের মধ্যে উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টায় মোরেলগঞ্জ উপজেলা পরিষদ ভবনের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৃজন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবের, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম ইখতিয়ার উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা সরকারি সেবা সহজলভ্য করা, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং উন্নয়ন কার্যক্রমে বিভিন্ন প্রতিষ্ঠান ও অংশীদারদের মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনার পর ভোকেশনাল প্রশিক্ষণপ্রাপ্ত উপকারভোগীদের হাতে বিভিন্ন প্রশিক্ষণ উপকরণ তুলে দেওয়া হয়। জাগরণী চক্র ফাউন্ডেশন জানায়, প্রশিক্ষণের মাধ্যমে তারা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চায়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর