মাগুরা, ৪ জুলাই ২০২৫: মাগুরায় এক অভিনব কৌশলে চালের ড্রামের ভেতর থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হেলাল মোল্লা (৪০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) দুপুর ৩টার দিকে শ্রীপুর উপজেলার নাকোল পূর্বপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক হেলাল মোল্লা নাকোল পূর্বপাড়া গ্রামের খোরশেদ মোল্লার ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার গডফাদার হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৩টার দিকে নাকোল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মুকুল হোসেনের নেতৃত্বে একটি দল নাকোল পূর্বপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানকালে মাদক ব্যবসায়ী হেলাল মোল্লাকে আটক করা হয়। পরবর্তীতে, তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে চালের ড্রামের ভেতর থেকে ৭ কেজি গাঁজা জব্দ করা হয়।
নাকোল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মুকুল হোসেন জানান, হেলাল মোল্লা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে গ্রেফতারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে ইতোমধ্যেই ৮টি মাদক মামলা রয়েছে। শনিবার (৫ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হবে।