Friday, December 5, 2025

মোরেলগঞ্জে কৃষকদের মাঝে নারিকেল চারা বিতরণ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল গাছের চারা বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গতকাল সোমবার (২৯ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইভানা বিলা রিতু, খাদ্য নিয়ন্ত্রক দ্রুব মণ্ডল, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ডল্টন রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন ও মশিউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

কর্মসূচির আওতায় উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত কৃষকদের মাঝে জনপ্রতি ৫টি করে মোট ১ হাজার ৪০০টি নারিকেল গাছের চারা বিতরণ করা হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর