নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিকের বিরুদ্ধে ঘুষ দাবি, হেনস্তা এবং ডিলারশিপ বাতিলের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে রোববার (২৯ জুন) জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেছেন উপজেলার মহাজন বাজারের বিএডিসি অনুমোদিত সার ও বীজ ডিলার জামিল আহমেদ।
লিখিত অভিযোগে জামিল আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে তিনি সরকার নির্ধারিত মূল্যে প্রান্তিক কৃষকদের কাছে সার ও বীজ সরবরাহ করে আসছেন। কিন্তু প্রতিবার চালান গুদামজাত করার সময় উপজেলা কৃষি কর্মকর্তার স্বাক্ষরের প্রয়োজন হলে ইভা মল্লিক মোটা অঙ্কের ঘুষ দাবি করেন। ঘুষ না দিলে হেনস্তা করেন এবং ডিলারশিপ বাতিলের হুমকি দেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ইভা মল্লিক জামিলের ডিলারশিপ বাতিল করে মহাজন বাজার এলাকার সামিউল ইসলাম নামে এক ব্যবসায়ীর কাছে তা হস্তান্তরের প্রস্তাব দেন এবং বিনিময়ে এক লাখ টাকা ঘুষ দাবি করেন। সামিউল ইসলাম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, তিনি ৭০ হাজার টাকা নিয়ে গেলে ইভা মল্লিক তা ফিরিয়ে দিয়ে বলেন, “এক লাখ টাকা না হলে ডিলারশিপ দেওয়া হবে না।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কৃষি কর্মকর্তা ইভা মল্লিক বলেন, ‘জামিল মৌসুমি ব্যবসায়ী। ফেব্রুয়ারিতে চালানে স্বাক্ষর নিয়েছেন, মার্চে মাল তোলেননি। এপ্রিল-মে মাসে মাল তুলে তা নড়াইলে বিক্রি করেছেন। আমি তাকে নিয়ম অনুযায়ী মাল নিজ গুদামে তুলে কৃষকদের মধ্যে বিতরণের কথা বলেছি। এতে ক্ষুব্ধ হয়ে তিনি মিথ্যা অভিযোগ করেছেন।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জসীম উদ্দীন বলেন, ‘আমি বর্তমানে ফিল্ডে আছি। অফিসে ফিরে অভিযোগটি পড়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’