Thursday, July 17, 2025

আজ পবিত্র জুম্মা: শান্তি ও কল্যাণের বার্তা নিয়ে এসেছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন

আজ শুক্রবার, ইসলাম ধর্মাবলম্বীদের কাছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন, পবিত্র জুম্মা। এ দিনটি মুসলিম জাতির জন্য বিশেষ ফজিলত ও বরকতের দিন। কোরআন ও হাদীসের আলোকে জুম্মার গুরুত্ব অপরিসীম।

বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমান আজ জুম্মার নামাজ আদায় করবেন। যশোরসহ দেশের প্রতিটি মসজিদে সকাল থেকেই মুসল্লিদের উপস্থিতি দেখা গেছে। কেউ কারো জন্য দোয়া করছেন, কেউ তওবা করছেন, কেউ আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নফল রোযা রেখেছেন।

জুম্মার তাৎপর্য কী?
হাদিস শরীফে রাসূলুল্লাহ (সা.) বলেন— “সূর্য যেদিন উদিত হয়, সেই দিনগুলোর মধ্যে জুম্মার দিনই সর্বোত্তম। এ দিনেই আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে, এ দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়।” (সহীহ মুসলিম)

জুম্মার দিনে কিছু গুরুত্বপূর্ণ আমল: গোসল ও পরিচ্ছন্নতা, আতর ও ভালো পোশাক পরিধান, সূরা কাহফ তেলাওয়াত, বেশি বেশি দরূদ পাঠ, খুতবা মনোযোগ দিয়ে শোনা, দু’আর মাধ্যমে আল্লাহর কাছে কল্যাণ কামনা

মুসলিম উম্মাহর জন্য জুম্মার দিন হলো গোনাহ মাফের সুবর্ণ সুযোগ। হাদীসে আছে— “জুম্মার দিনে এমন একটি সময় আছে, যখন বান্দা যদি সে সময়ে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তা কবুল করেন।” (সহীহ বুখারি)

ধর্ম ডেস্ক/আর কে-০৪

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর