Friday, December 5, 2025

পতাকা বৈঠকে নারীকে ফেরত দিলো বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি: ভারতে অনুপ্রবেশকারী এক বাংলাদেশি নারীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার দুপুরে সাতক্ষীরার কলারোয়ার ভাদিয়ালী সীমান্তের মেইন পিলার ১৩/৩ এসএর ১২ আরবির সন্নিকটে অনুষ্ঠিত পতাকা বৈঠক শেষে তাকে হস্তান্তর করা হয়।

রন্তা শেখ নামে ওই নারী নড়াইলের কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের ইকবাল শেখের মেয়ে।

বুধবার সকালে উপজেলার কাকডাঙ্গা বিওপির হাবিলদার জাকির হোসেন জানান, মঙ্গলবার বিকেলে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন ওই নারী। এ সময় তাকে আটক করেন বিএসএফ সদস্যরা।

কলারোয়া থানার ওসি মীর খারুল কবীর জানান, এ ঘটনায় পাসপোর্ট আইনে মামলা করেছে বিজিবি। ওই নারীকে আদালতে পাঠানো হয়েছে।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর