মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা এবং জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিতকরণ সংক্রান্ত দুটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় প্রথম কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি মো. হাবিবুল্লাহ। তিনি তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের কৌশল, জনসচেতনতা বৃদ্ধি ও মাঠপর্যায়ে আইনের প্রয়োগ বিষয়ে দিকনির্দেশনা দেন।
টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম তামাকজাত পণ্যের ক্ষতিকর প্রভাব এবং ধূমপানের স্বাস্থ্যঝুঁকি তুলে ধরে প্রতিরোধমূলক পদক্ষেপের গুরুত্ব ব্যাখ্যা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রঞ্জিত কুমার, প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাসান তারেক, আইসিটি কর্মকর্তা ত্রিদীপ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, প্রতিবন্ধী কর্মকর্তা মো. কায়কোবাদ আকুঞ্জি, মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্যকর্মী, শিক্ষাবিদ, সাংবাদিক ও স্থানীয় সুধীজন। আয়োজকরা জানান, এই কর্মশালাটি তামাক নিয়ন্ত্রণে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণে সহায়ক হবে।
একই দিন সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধন ত্বরান্বিতকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাও অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মীরা অংশ নেন।
কর্মশালায় নাগরিক সেবা উন্নয়ন, নিবন্ধন প্রক্রিয়া দ্রুত ও সহজতর করা এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।







