নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের নড়াগাতীতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাসিবুর শেখ (৩০) ও মো. ইলিয়াস ভূঁইয়া (৫০) নামের দুইজনকে গ্রেফতার করেছে নড়াগাতী থানা পুলিশ। তাদের মধ্যে হাসিবুর শেখ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে থাকেন। শনিবার (২১ জুন) রাতে ইলিয়াস ভূঁইয়ার বসতঘর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, হাসিবুর শেখ নড়াগাতী থানার পহড়ডাঙ্গা গ্রামের মৃত সায়েম উদ্দিন শেখের ছেলে এবং ইলিয়াস ভূঁইয়া একই থানার চাপাইল গ্রামের মৃত সোহরাব হোসেন ভূঁইয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার ওসি মো. আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই এফ.এম. তারেক ও এএসআই মো. মাহমুদ করিম অভিযান পরিচালনা করেন। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চাপাইল গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এর কিছু ঘণ্টা আগেই, গতকাল দুপুরে নড়াইল জেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সাংবাদিক ইউনিটির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফ আলীর সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছিলেন হাসিবুর শেখ।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।







