মাগুরা প্রতিনিধি: ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন (২৯) নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সোতাসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বোরহান উদ্দিন যশোর জেলার অভয়নগর উপজেলার পায়রা গ্রামের কোবাদ আলীর ছেলে। তিনি মাগুরা জেলার মহম্মদপুর থানায় কর্মরত ছিলেন।
পুলিশ সূত্র জানায়, সকালে বোরহান উদ্দিন ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে মোটরসাইকেলে করে বোয়ালমারী যাচ্ছিলেন। সোতাসী এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি মেহগনি গাছে ধাক্কা খায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।







