Thursday, July 17, 2025

নড়াইলে যৌথ অভিযানে প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেফতার  

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে মো. আলী (২৫), আকাশ মোল্যা (২৬) ও হায়দার ভূঁইয়া (২৮) নামের ৩ জন অনলাইন প্রতারণা এবং মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার (১৪ জুন) কালিয়া উপজেলার পুরুলি ইউনিয়নের যদবপুর গ্রামে কালিয়া সেনা ক্যাম্প থেকে প্রেরিত একটি বিশেষ টহল দল এবং কালিয়া থানার পুলিশের সমন্বয়ে ভোর সাড়ে ৪ টা থেকে সকাল সাড়ে ৮ টা পর্যন্ত অভিযান চালিয়ে কুখ্যাত অনলাইন প্রতারক ও মাদক ব্যবসায়ী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা-হলেন কালিয়া উপজেলার পুরুলি ইউনিয়নের যদবপুর গ্রামের আসাদ শেখের ছেলে আলী শেখ, একই গ্রামের জাকির মোল্যার ছেলে আকাশ মোল্যা এবং জাহিদ মোল্যার ছেলে হায়দার ভূঁইয়া।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ অপরাধী চক্র অনলাইন প্রতারণা ও মাদক ব্যবসায় জড়িত এবং দীর্ঘদিন ধরেই তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তারা গ্রেফতার এড়িয়ে চলছিল। এদের মধ্যে আলী, আকাশ মোল্লা ও হায়দার ভূঁইয়া নামীয় তিন জনকে লক্ষ্য করে সেনাবাহিনী ও পুলিশ ভোরবেলা তাদের বাসস্থান ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে তাদের বাড়ি থেকে ইয়াবা ট্যাবলেট, বিপুলসংখ্যক মোবাইল ফোন ও সিম কার্ড, একটি ল্যাপটপ, ভয়েস চেঞ্জার, গাঁজা ও ইয়াবা সেবনের উপকরণ, একটি অবৈধ মোটরসাইকেল এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল্লাহ আল মামুন বলেন, যৌথ বাহিনী ৩ জনকে থানায় হস্তান্তর করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আর কে-০৮

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর