এইচ. এম. শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট): ঈদুল আজহার দ্বিতীয় দিনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জামায়াতে ইসলামী আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী সভা ও মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করে। এতে ঈদ-পরবর্তী সালাম ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দলীয় নেতা-কর্মীদের মিলনমেলায় পরিণত হয়।
রবিবার (৮ জুন) সকাল ১১টায় মোরেলগঞ্জ উপজেলার সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ চত্বরে প্রথম পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম।
সভা শেষে মাওলানা শাহাদাৎ হোসেনের নেতৃত্বে শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। পরে শরণখোলা উপজেলা জামায়াতের উদ্যোগে দ্বিতীয় পথসভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
শেষে দৈবজ্ঞহাটি এলাকায় অনুষ্ঠিত সমাপনী সভায় প্রধান অতিথি অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।







