ঝিনাইদহের কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ইউনুছ আলী (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে সংঘর্ষে মৃতের সংখ্যা দাঁড়ালো দুইজনে।
বুধবার (৪ জুন) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইউনুছ আলীর মৃত্যু হয়। তিনি উপজেলার নাকোবাড়িয়া গ্রামের মৃত হবিবার রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, সামাজিক ও রাজনৈতিক আধিপত্য নিয়ে জামাল ইউনিয়নের বিএনপি নেতা নজরুল ইসলাম মোল্লা এবং যুবদল নেতা আরিফ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে গত ১ জুন সকালে নজরুল সমর্থকরা আরিফের সমর্থকদের ওপর হামলা চালায়। পাল্টা প্রতিরোধ গড়লে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘটনায় অন্তত পাঁচজন আহত হন। গুরুতর আহত মহব্বত হোসেনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কালীগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম হাওলাদার জানান, “দুই গ্রুপের সংঘর্ষে এখন পর্যন্ত দুজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।”







