নড়াইল প্রতিনিধি : নড়াইল পৌরসভার মহিষখোলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব শাফায়াত উল্লাহর ভাড়া বাসায় তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শাফায়াত উল্লাহ জানান, রাতে বাসায় তালা দিয়ে তিনি পৌর এলাকার বরাশুলায় নানাবাড়িতে ছিলেন। রবিবার সকাল ৬টা ৫০ মিনিটে ফিরে এসে দেখতে পান, বাসার প্রধান গেটের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখতে পান, আলমারির কপাট খোলা এবং ড্রয়ারে রাখা সাড়ে ১৩ হাজার টাকা, খাটের ড্রয়ারে থাকা সাড়ে চার হাজার টাকা এবং দুটি মাটির ব্যাংকে থাকা আনুমানিক চার থেকে পাঁচ হাজার টাকা চুরি হয়েছে।
তিনি বলেন, “আমি একটি বেসরকারি মাদরাসায় শিক্ষকতা করি এবং পাঁচটি টিউশনি করি। পরিশ্রম করে জমানো সমস্ত টাকা চুরি হয়ে গেছে। পুলিশ চাইলে এই ঘটনার রহস্য উদঘাটন সম্ভব।”
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।”







