Friday, December 5, 2025

কারিনার ইঙ্গিতপূর্ণ পোস্ট, শিগগিরই বিয়ে করবেন সালমান!

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। ৫৫ বছর বয়সেও যিনি এখনো রয়ে গেছেন অবিবাহিত। তাইতো সালমানকে জীবনসঙ্গী হিসেবে পেতে চান অনেক নারী। তবে তার বিয়ে নিয়ে এখনো রয়েছে হাজারো সংশয়।

সালমানকে নিয়ে দেশের মানুষের যেন একটাই প্রশ্ন-‘কবে বিয়ে করবেন ভাইজান?’ উত্তর না পেলেও আশাহত হন না ভাই-প্রেমীরা। এই প্রশ্ন উঠতেই থাকে ক্রমাগত। রবিবার তার জন্মদিনে ফের উসকে দেয়া হলো সেই চিরাচরিত প্রশ্নটি।তবে এবার প্রশ্ন নয়, বাক্য। তার থেকেও বড় কথা, প্রসঙ্গ তুললেন খোদ বলি পাড়ার প্রথম সারির নায়িকা। সালমানেরই এক সহ-অভিনেত্রী কারিনা কাপুর।
সালমানের ৫৫তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কারিনা কাপুর খান। দুজনের একসঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লেখা, ‘শুভ জন্মদিন সালমান। আশা করছি, খুব তাড়াতাড়িই বিয়ে করবে তুমি। পাশে কয়েকটি ইমোজি।তবে কি বলি পাড়ার কোনো গোপন কথার আভাস পাওয়া গেলো, যা এখনো মেকআপ ভ্যানের বাইরে আসার কথা নয়! নাকি নিছকই মশকরা করলেন কারিনা?

যেহেতু সালমানের বিয়ে নিয়ে মানুষ এত ব্যস্ত, সেই ব্যস্ততার আগুনেই আরেকটু ঘি ঢেলে দিলেন অভিনেত্রী! তবে উত্তরের জন্য একমাত্র সময়ের উপরেই ভরসা করতে হবে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর