নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাই ও ভাতিজাদের হামলায় আহত হয়ে সৈয়দ টোকন আলী (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এতে তার দুই ছেলে ও এক নারীসহ তিনজন আহত হয়েছেন, যারা বর্তমানে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, বুধবার (৭ মে) সন্ধ্যায় উপজেলার করফা গ্রামে টোকন আলীর স্ত্রী পারিবারিক এক তুচ্ছ বিষয় নিয়ে প্রতিবেশী ও আত্মীয়দের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এর জেরে চাচাতো ভাই সৈয়দ ফেরদৌস আলী, সৈয়দ রিজ্জাক আলী, সৈয়দ এরদাউস আলী এবং ভাতিজা সৈয়দ রহিম, করিম, রহমত ও হৃদয় আলীসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে টোকন আলী ও তার পরিবারের ওপর হামলা চালায়। এতে টোকন আলী, তার দুই ছেলে সৈয়দ রুবেল ও সৈয়দ রাজু এবং এক নারী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে টোকন আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর ও পরে ঢাকায় স্থানান্তর করা হয়। পরদিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আংশিকুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।







