নড়াইলে জেলা পর্যায়ে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জেনি। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা শিক্ষা কর্মকর্তা এবং জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ২৪ ও ২৫ মে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন করা হবে। এ উপলক্ষে অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কয়েকটি উপ-কমিটিও গঠন করা হয়েছে।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিতে দক্ষ প্রজন্ম গড়তে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি এ উপলক্ষে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।







