Friday, December 5, 2025

সাতক্ষীরার ২০৩ কিমি সীমান্তে বিজিবির টহল জোরদার, সহায়তায় প্রস্তুত এলাকাবাসী

সাতক্ষীরা প্রতিনিধি: ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে বাংলাদেশের সাতক্ষীরাতেও। ২০৩ কিলোমিটার দীর্ঘ এই সীমান্তজুড়ে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। স্থানীয়দের সহযোগিতায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজিবির তথ্য অনুযায়ী, সাতক্ষীরার মধ্যে ৩৬ কিলোমিটার ডাঙ্গা ও ১৬৭ কিলোমিটার নদী সীমান্ত রয়েছে। এসব সীমান্তে দায়িত্ব পালন করছে বিজিবির ৩৩ ব্যাটালিয়ন।

সীমান্ত ঘুরে দেখা গেছে, বিজিবির টহলের পাশাপাশি স্থানীয়রাও নজরদারিতে যুক্ত হয়েছেন। তারা জানান, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সতর্কতা বজায় রাখা হচ্ছে। তারা বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যে কোনো অপতৎপরতা প্রতিহত করতে প্রস্তুত।

সীমান্ত এলাকার জনপ্রতিনিধি শফিকুল ইসলাম মিলন বলেন, “ভারত-পাকিস্তান নিয়ে উত্তেজনা থাকলেও সাতক্ষীরার সীমান্ত এখনো শান্ত। তবে আগে যেখানে ৫০০ গজ অন্তর একজন বিএসএফ সদস্য থাকতেন, এখন ৩০০ গজ পরপর দেখা যাচ্ছে। এতে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে।”

জেলা কোর কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, “সাতক্ষীরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ সীমান্ত জেলা। ভারত অংশে সীমান্ত যোগাযোগ ভালো হওয়ায় আমাদের দিক থেকেও নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা জোরদার করতে হবে।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর