নড়াইল প্রতিনিধি: নড়াইলে যশোর-নড়াইল মহাসড়কে চাঁদা তোলার সময় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ চক্রের ৯ সদস্য আটক হয়েছে। শনিবার (৪ মে) রাত ১১টার পর গোপন সংবাদের ভিত্তিতে সদর আর্মি ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালান।
জানা যায়, আটকরা ‘নড়াইল পৌরসভার নামে’ পরিচয় দিয়ে চাঁদা তুলছিলেন। তাদের কাছ থেকে নগদ ৪৩ হাজার ৮২০ টাকা এবং একটি স্টান গান, চাকু, রেজিস্টার বই, ব্যাটারি, হ্যান্ডলাইট, সিগন্যাল লাইট, রেইনকোট, সিল ও অফিস প্যাডসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন: মিল্টন (৪০), হাসান আলী (৩২), এস এম ইখতিয়ার (৩৭), মহিদুল ইসলাম (৪৫), হাবিবুল্লাহ (২৭), রুবেল শেখ (২৯), হেলাল (২৪), উদয় হোসেন (১৭) ও হাবিব (৩২)। তারা সকলেই নড়াইল জেলার বাসিন্দা।
অভিযান শেষে সেনাবাহিনী তাদের নড়াইল সদর থানায় হস্তান্তর করে। থানার ওসি জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্থানীয় সূত্রগুলো বলছে, দীর্ঘদিন ধরে পৌরসভার নাম ব্যবহার করে এই মহাসড়কে চাঁদাবাজি চলছিল। সেনাবাহিনীর হস্তক্ষেপে সাধারণ মানুষ স্বস্তি পেয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।







