স্টাফ রিপোর্টার, পাইকগাছা: খুলনার পাইকগাছার কপিলমুনিতে আগামীকাল বুধবার (৭ মে) বাদ মাগরিব নগর শ্রীরামপুর বায়তুল মা’মুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। স্থানীয় ইকরা একাডেমি ও বায়তুল মা’মুর জামে মসজিদের যৌথ উদ্যোগে আয়োজিত এই বাৎসরিক মাহফিলকে ঘিরে ইতোমধ্যেই এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
মাহফিলে ওয়াজ করবেন ভারত-বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা, ফুরফুরা শরীফ সিলসিলার সুপরিচিত ওয়ায়েজ বসিরহাটের হযরত মাওলানা আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান, সরকারি কর্ম কমিশনের বিশেষজ্ঞ পরীক্ষক এবং দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন খুলনা মহানগর দায়রা জজ মো. শরীফ হোসেন হায়দার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কপিলমুনি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল হান্নান।
এছাড়া আরও উপস্থিত থাকবেন এলাকার আলেম, সমাজসেবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। মাহফিলে নারীদের জন্য পৃথক ও সুশৃঙ্খল বসার ব্যবস্থা রাখা হয়েছে।
মাহফিলকে কেন্দ্র করে কপিলমুনি ও হরিঢালী ইউনিয়নে সাজসাজ রব বিরাজ করছে। প্রচারণার অংশ হিসেবে জনপ্রিয় ঘোষক নাজমুল হুসাইনের কণ্ঠে রেকর্ডকৃত বিজ্ঞপ্তি ৫টি মাইক ব্যবহার করে পাইকগাছা ও কয়রা এলাকার বিভিন্ন স্থানে প্রচার করা হচ্ছে।







