Friday, December 5, 2025

সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি বিভাগে হামলা, বন্ধ ছিল চিকিৎসা সেবা

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে এক রোগীর স্বজনদের হামলার ঘটনায় বেশ কিছুক্ষণ বন্ধ ছিল চিকিৎসা কার্যক্রম। শনিবার (৩ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শহরের মাগুরা গ্রামের আক্কেল আলীর ছেলে শাহিনুর রহমান নামে এক রোগীকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর ওয়ার্ডে ভর্তি করা হয়। অভিযোগ, সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন রোগীর স্বজনরা। পরে ফের জরুরি বিভাগে ফিরে এসে কর্তব্যরত স্টাফদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে তারা। একপর্যায়ে ভাঙচুর চালিয়ে হামলা করে। এতে ঢাকা থেকে আগত এক চিকিৎসক আহত হন।

হাসপাতালের কর্মীদের অভিযোগ, এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক নেতৃত্ব দিয়েছেন। তবে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, রোগীর স্বজনরা চিকিৎসা না পেয়ে ক্ষুব্ধ হয়ে এমন কাণ্ড ঘটিয়েছে, তিনি জড়িত নন।

হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল জুড়ে। জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায় কয়েক ঘণ্টার জন্য। এতে চরম ভোগান্তিতে পড়েন দূরদূরান্ত থেকে আসা রোগীরা। পরে একটি জরুরি বৈঠকের মাধ্যমে পরিস্থিতি সামলে চিকিৎসাসেবা পুনরায় চালু করা হয়।

এ ঘটনায় সিনিয়র স্টাফ নার্স মর্জিনা খাতুন বাদী হয়ে ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। সাতক্ষীরা থানার ওসি মো. শামিনুল হক জানান, হামলার পর থেকে পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থাও এ কাজে সহায়তা করছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর