ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে রিয়াজ (২০) নামে এক বাংলাদেশি দিনমজুর গুরুতর আহত হয়েছেন। তিনি মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের পিপুলবাড়ীয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে। স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াজ কুসুমপুর সীমান্ত সংলগ্ন হ্যালো খালের ধারে ধানের জমিতে বৃষ্টির পানি নিষ্কাশনের কাজ করছিলেন। এ সময় ভারত সীমান্তের কুসুমপুর এলাকার দিক থেকে বিএসএফ সদস্যরা গুলি চালালে একটি গুলি তার পিঠের ডান পাশে লাগে।
গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকরা তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। যশোর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসকরা রিয়াজের অবস্থা আশঙ্কাজনক বিবেচনায় ঢাকায় রেফার্ড করেন।
স্থানীয়রা বলছেন, নিরীহ কৃষিকাজের সময় বিএসএফের এ ধরনের গুলি বর্ষণ অমানবিক ও নিন্দনীয়।







