নড়াইল প্রতিনিধি: নড়াইলে নানা আয়োজনে পালিত হয়েছে ১৩৯তম মহান মে দিবস।
বৃহস্পতিবার (১ মে ২০২৫) সকাল থেকে জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে পালিত হয় দিবসটি। এ উপলক্ষে সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একটি র্যালি জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনাল এলাকার মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রেজাউল মোল্লা, সাধারণ সম্পাদক মো. ছমির মোল্যা, সাংগঠনিক সম্পাদক মো. আল হাবিব শেখ এবং কোষাধ্যক্ষ মো. ইমদাদুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রয়াত ও অসুস্থ শ্রমিকদের পরিবারের মাঝে নগদ ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া অসহায় ও দুস্থ শ্রমিকদের মাঝে ৫০টি ছাতা, ২০টি শাড়ি, ১৫টি লুঙ্গি এবং ৫০টি শার্ট বিতরণ করে সংগঠনটি।
বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন খাতে শ্রমিক হয়রানি বন্ধের আহ্বান জানান তারা।







