Thursday, July 17, 2025

নড়াইলে ১৩ মামলার আসামি দেশীয় অস্ত্রসহ আটক

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় ১৩টি মামলার এজহারভুক্ত আসামি সবুজ মোল্যা (৪০) কে দেশীয় অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার চাঁচুড়ি বাজারের দাড়িয়াঘাটা গ্রামে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। তিনি ওই গ্রামের স্থায়ী বাসিন্দা।

বুধবার (৩০ এপ্রিল) সকালে নড়াইল গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খান এ তথ্য নিশ্চিত করেন।

গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর আর্মি ক্যাম্প, সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল মঙ্গলবার রাতে চাঁচুড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সবুজ মোল্যাকে আটক করা হয়।

তার বাড়ি ও দোকানে তল্লাশি চালিয়ে ৭টি রামদা, ১০টি ভল্লম, হকিস্টিক, একাধিক হেলমেট, বিপুল পরিমাণ ক্যাপ এবং ‘মুজিব টি-শার্ট’ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নড়াইল গোয়েন্দা পুলিশের ওসি শাহ্ দারা খান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই অভিযান এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

আরও তথ্য বা ফেসবুক পোস্ট আকারে চাইলে জানাতে পারেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর