নড়াইল প্রতিনিধি নড়াইলের রূপগঞ্জ বাজারে হকার্স মার্কেট রক্ষায় ব্যবসায়িরা মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় হকার্স মার্কেটের সামনেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হকার্স মার্কেটের সভাপতি মাসুম জমাদ্দার। তিনি জানান, গত ২১ বছর ধরে তারা ওই স্থানে ব্যবসা পরিচালনা করে আসছেন। ফোরলেন সড়ক ও ড্রেন নির্মাণের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা নিজ খরচে দোকান সরিয়ে নেন এবং জেলা প্রশাসকের মৌখিক আশ্বাসে কাজ শেষে রাস্তার পাশে খুপড়ি ঘর নির্মাণ করে পুনরায় ব্যবসা শুরু করেন।
তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল অনৈতিক সুবিধা না পেয়ে ভুয়া তথ্য ছড়িয়ে এবং সাংবাদিকদের ভুল বুঝিয়ে গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। এতে তাদের উচ্ছেদের পায়তারা চলছে। অথচ এ মার্কেটে আগের ব্যবসায়িরাই এখনো ব্যবসা করছেন এবং কোনো অর্থের বিনিময়ে দোকান বরাদ্দ দেওয়া হয়নি। অর্থ আত্মসাতের অভিযোগও ভিত্তিহীন।
তিনি আরও বলেন, “এই মার্কেট উচ্ছেদ করা হলে বহু দরিদ্র ব্যবসায়ী, তাদের পরিবার ও সংশ্লিষ্ট কর্মচারির জীবিকা হুমকির মুখে পড়বে।”
মানববন্ধনে হকার্স মার্কেটের সাধারণ সম্পাদক লিটন মোল্যা, সদস্য মরফু, ফিরোজ, মলয়, মনুসহ অন্যান্য ব্যবসায়ি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।







