Sunday, April 27, 2025

লোহাগড়ায় রিপোর্টার্স ইউনিটি অফিসে চুরি: আদালতে মামলা

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া রিপোর্টার্স ইউনিটির অফিসে চুরির ঘটনায় ক্যামেরা, ল্যাপটপ ও টেলিভিশনসহ মূল্যবান সামগ্রী খোয়া গেছে। এ ঘটনায় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এস এম আলমগীর কবির মঙ্গলবার (১৫ এপ্রিল) লোহাগড়া আমলী আদালতে একটি মামলা দায়ের করেছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী জানান, মামলার প্রাথমিক শুনানি শেষে বিজ্ঞ বিচারক হেলাল উদ্দিন আগামী ২৬ জুনের মধ্যে ডিবিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযুক্তরা হলেন—শ. ম. কামাল হোসেন (৫০) ও মোসা. রিয়া শারমিন (৩৮)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৫ মার্চ সন্ধ্যায় আসামিরা রিপোর্টার্স ইউনিটির অফিসে ঢুকে কৌশলে ২টি ল্যাপটপ, ২টি ক্যানন ৯০ডি ক্যামেরা, ১টি টেলিভিশন, নগদ ৫,৫০০ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়। চুরিকৃত মালামালের আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।

বাদী এস এম আলমগীর কবির জানান, স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চালানো হলেও তা ব্যর্থ হওয়ায় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর