Sunday, April 27, 2025

লোহাগড়ায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

লোহাগড়া প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি সিএন্ডবি চৌরাস্তা থেকে শুরু হয়ে লক্ষীপাশা চৌরাস্তা হয়ে আরএল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার এজাজুল হাসান বাবু, মো. টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরীফ, সাধারণ সম্পাদক মো. মশিয়ার রহমান সান্টু সহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

অন্যদিকে, উপজেলা শ্রমিকদলের উদ্যোগেও শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। আহ্বায়ক মো. আকতার হোসেন ও সদস্য সচিব ডা. মো. শহীদের নেতৃত্বে এই শোভাযাত্রাটি লক্ষীপাশা নিউ মার্কেট থেকে শুরু হয়ে সিএন্ডবি চৌরাস্তা প্রদক্ষিণ করে আরএল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

এছাড়া, লোহাগড়া উপজেলা প্রশাসন ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৈশাখী আনন্দে মুখর ছিল দিনটি। তাদের আয়োজনে ছিল আনন্দ শোভাযাত্রা, পান্থাভোজন, ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

সন্ধ্যায় আরএল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বটমূলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর