নড়াইল প্রতিনিধি: নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও ‘জুলাই স্পিরিট’-বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন—সংগঠনের নড়াইল শাখার যুগ্ম আহ্বায়ক তুহিন বিন আঃ রাজ্জাক ও হাসিব শাহাবাদ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে সংগঠনের নড়াইল জেলা শাখার আহ্বায়ক রাফায়েতুল হক তমাল এবং সদস্য সচিব মো. শাফায়াত উল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত দুই নেতা সাংগঠনিক শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড এবং ‘জুলাই বিপ্লব ও স্পিরিট’-এর পরিপন্থী কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এ কারণে সংগঠন থেকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের ভবিষ্যতের কোনো কর্মকাণ্ডের দায়ভার সংগঠন বহন করবে না বলেও জানানো হয়।
এছাড়া জেলা শাখার সব পর্যায়ের নেতাকর্মীদের সংগঠনের শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি জুলাই স্পিরিটবিরোধী কোনো কার্যক্রমে না জড়ানোর জন্য সতর্ক করা হয়েছে। একইসঙ্গে সকল নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ বা লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে।







