Saturday, December 6, 2025

নড়াইল ২ আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত গণধিকার পরিষদের প্রার্থী লায়ন নূর ইসলাম

নড়াইল প্রতিনিধি: নড়াইলে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা লায়ন নুর ইসলাম এর সৌজন্যে গনঅধিকার পরিষদের পক্ষ থেকে ইফতার মাহফিল, গরিব, দুস্থ ও অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সহ নেতাকর্মীদের মাঝে ঈদ পাঞ্জাবী উপহার ও কয়েক শত মোটরসাইকেল যোগে সমগ্র জেলায় গণ অধিকার পরিষদের শোডাউন করেন জেলা ও উপজেলা পর্যায়ের কয়েক শত নেতা কর্মী। সোডাউনের নেতৃত্ব দেন লায়ন নুর ইসলামের সঙ্গে জেলা সাংগঠনিক সম্পাদক টিপু শেখ সহ শীর্ষ নেতৃবৃন্দ।  এ বিষয়ে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা লায়ন নুর ইসলাম বলেন, আমরা আমাদের সামর্থ্যের মধ্যে শুধুমাত্র চেষ্টা করেছি এটা আসলেই অতি সামান্য তবে আমরা চেষ্টা করবো আগামীতে এর থেকে বড় কিছু করার, সকল ভালো কাজে সবাইকে পাশে পাবো বলে আশা করি।  এর থেকেও বড় কিছু করার ইচ্ছা আছে আগামীতে, সবার কাছে গণ অধিকার পরিষদের জন্য দোয়া দোয়া কামনা সহ পাশে থাকার আহ্বান জানান।  তুমি আরো বলেন গণধিকার পরিষদের উদ্দেশ্য জনগণের অধিকার রক্ষা করা, সে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নির্বাচিত কাজ করে যাচ্ছেন সংগঠনের সভাপতি ভিপি নুরুল হক নুর।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর