Saturday, December 6, 2025

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে লোহাগড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা ও ফিলিস্তিনি জনগণের ওপর বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে নড়াইলের লোহাগড়ায় বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত হাজারো মানুষ প্ল্যাকার্ড, ব্যানার ও ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে লোহাগড়া পৌর শহরের জয়পুর কেন্দ্রীয় ঈদগাহ থেকে মিছিল শুরু করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, “গাজায় যা চলছে, তা একটি নিখাদ মানবতাবিরোধী অপরাধ। শিশু, নারী, বেসামরিক মানুষ নির্বিচারে হত্যার শিকার হচ্ছেন।” তাঁরা অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি করেন এবং জাতিসংঘসহ বিশ্ব শক্তিগুলোর কার্যকর পদক্ষেপ আহ্বান জানান।

বক্তৃতা দেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, পৌর বিএনপির সভাপতি মিলু শরিফ, ছাত্রদলের নেতা সোহেল রানা, জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ অন্যান্যরা।

সমাবেশে ফিলিস্তিনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অংশগ্রহণকারীরা বাংলাদেশ সরকারের কাছেও ইসরায়েলি হামলার বিরুদ্ধে স্পষ্ট ও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর