Friday, December 5, 2025

ঘর ছাড়ল শাহরুখ কন্যা, বন্ধ করল মন্তব্য করার সুযোগও

বলিউড বাদশা শাহরুখ খানের কন্যা সুহানা খান। যাকে নিয়ে সবসময় থাকে কোনো না কোনো সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় সুহানা যে ছবিই শেয়ার করেন তা নিয়েই ট্রোল্ড হয়। এবার জানা গেছে ঘর ছেড়ে আমেরিকায় পাড়ি জমালেন।

কারণ ছুটির দিন শেষ। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিনি। ফাঁকা কলেজ লাইব্রেরির ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন সুহানা।বাড়ির আরাম ছেড়ে আবার পুরোনো জীবনে ফিরে এসেছেন। এমনটাই জানালেন তিনি।কিন্তু কমেন্টস বক্সে  প্রশংসা বা ট্রোলিং,  কোনো কিছুরই ঘনঘটা নেই। কারণ কী জানেন এবার পোস্টের কমেন্ট সেকশনটাই বন্ধ করে দিলেন বলিউডের এই স্টারকিড। এর ফলে সেখানে মন্তব্য করার রাস্তা বন্ধ হয়ে গেছে। তবে সুহানার এক বান্ধবীর কমেন্ট দেখা গেছে।চলতি বছর সেপ্টেম্বরে বর্ণবৈষম্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন সুহানা।

নিজের গায়ের রং শ্যামবর্ণ হওয়ায় তাকে বিভিন্ন সময়ে কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে। এছাড়া নেপোটিজম নিয়ে নানা কুরুচিকর মন্তব্যে তার পোস্ট ভরে যেতে দেখা যায়। সেসব থেকে বাঁচতেই হয়তো নিজের সোশ্যাল মিডিয়ায় কমেন্টস অপশন বন্ধ করে দিয়েছেন তিনি।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর