নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল আদর্শ সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসব দু’দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক মিজানুর রহমান বিশ্বাস।
উৎসবে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানটি দীর্ঘ ৫০ বছর ধরে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। তিনি শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ সহায়তা করার আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোল্লা, মুন্সি মানিক মিয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এইচ এম বাহাউদ্দিন, সমাজসেবক আসজাদুর রহমান মিঠু এবং খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম বরকতউল্লাহ। অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস। উৎসবকে কেন্দ্র করে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।







