বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক বলেছেন, বাংলাদেশে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের বিষয়ে প্রশ্নের উত্তর দিতে তার ‘আইনজীবীরা প্রস্তুত’।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বাংলাদেশ কর্তৃপক্ষ একবারের জন্যও তার সঙ্গে যোগাযোগ করেনি।
টিউলিপ সিদ্দিক বলেন, “বাংলাদেশে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ সম্পর্কে যেকোনো আনুষ্ঠানিক প্রশ্নের জবাব দিতে আমার আইনজীবীরা প্রস্তুত।”
যুক্তরাজ্যের ট্রেজারি মন্ত্রীর পদ থেকে চলতি বছরের জানুয়ারিতে পদত্যাগ করেন তিনি। শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া এবং রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগের মুখে তাকে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য করা হয়।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত মাসে স্কাই নিউজকে বলেন, টিউলিপ সিদ্দিকের বাংলাদেশে “বিপুল সম্পদ রয়েছে” এবং তাকে জবাবদিহি করা উচিত।
এরপর তার আইনজীবীরা কয়েক সপ্তাহ আগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবর একটি চিঠি পাঠিয়ে অভিযোগগুলোকে “মিথ্যা ও বিরক্তিকর” বলে দাবি করেন। চিঠিতে বলা হয়েছিল, দুদক যদি কোনো প্রশ্ন করতে চায়, তবে ২৫ মার্চের মধ্যে তা জানাতে হবে, অন্যথায় উত্তর দেওয়ার প্রয়োজন নেই বলে ধরে নেওয়া হবে।
এদিকে বুধবার এক অনলাইন পোস্টে টিউলিপ সিদ্দিক বলেন, “প্রশ্ন জিজ্ঞাসার সময়সীমা শেষ হয়ে গেছে এবং কর্তৃপক্ষ কোনও উত্তর দেয়নি।”
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো মূলত তার খালা শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে সামনে এসেছে। দীর্ঘ ২০ বছর বাংলাদেশ শাসনের পর, দেশজুড়ে সহিংস বিক্ষোভের মুখে গত বছরের আগস্টে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন।
স্কাই নিউজ জানায়, বাংলাদেশ সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
অনলাইন ডেস্ক







