মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় জেলা ছাত্রলীগের ব্যানারে ২৫-৩০ জনের একটি দল অন্তবর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল করে। এ সময় তাদের অধিকাংশের মুখে মাস্ক ও কয়েকজনের হেলমেট ছিল।
বুধবার (২ এপ্রিল) দুপুরে শেখ হাসিনার ফাঁসি ও তাদের দোসরদের বিচার এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে জেলা ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে পুরাতন বাস টার্মিনালের মুক্ত মঞ্চে জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান সনি, জেলা বিএনপি নেতা কামরুল বিশ্বাস, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল আকবার মিল্টন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন গাজী প্রমুখ।
এদিকে আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, ছাত্রলীগের মিছিলের পর মঙ্গলবার রাতে বিভিন্ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের বাড়িতে পুলিশ তল্লাশি চালায়।
এবিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, গত ৪ আগস্টের নাশকতার মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আর কে-০৯







