Saturday, December 6, 2025

নড়াইলে হত্যার ঘটনায় প্রতিপক্ষের বাড়িতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় সাবেক সেনা সদস্য আকবার শেখ (৭৭) হত্যার পর প্রতিপক্ষের বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে সরেজমিনে লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে গিয়ে ভাংচুর ও লুটপাটের চিত্র দেখা যায়।

স্থানীয় ও ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে লাহুড়িয়া পশ্চিমপাড়া এলাকায় মনিরুল জমাদ্দার ও মিল্টন জমাদ্দার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সোমবার ঈদের দিন দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মনিরুল গ্রুপের সদস্য আকবার শেখ নিহত হন। এ ঘটনার পর, সোমবার রাতে প্রতিপক্ষের অন্তত ১০টি বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সরেজমিনে প্রতিপক্ষ গ্রুপের জাকির শেখের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির সমস্ত মালামাল ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ করেন, বাড়িতে থাকা ১২ ভরি স্বর্ণ এবং নগদ ৩ লাখ টাকা লুট করে নিয়ে গেছে হামলাকারীরা। এক নারী জানান, প্রায় ১শ থেকে ১৫০ জন নারী-পুরুষ এসে বাড়িটি ভাংচুর করে এবং টাকা ও স্বর্ণ লুট করে নিয়ে যায়। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে নিহত আকবার শেখের বাড়ির স্বজনরা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর