Friday, December 5, 2025

দু’ ভারতীয় নাগরিকসহ মহেশপুর সীমান্তে আটক ১৪

 ঝিনাইদহ মহেশপুর প্রতিনিধি: বুধবার রাতে ঝিনাইদহের মহেশপুরের শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে অতিক্রমকালে দু’ ভারতীয় নাগরিকসহ ১৪ জনকে আটক করেছে ৫৮ বিজিবি।৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামকুড় বিওপির টহল দল ২৩ নভেম্বর রাতে উপজেলার শ্যামকুড় একাশিপাড়ার কাশেম মিয়ার ইটভাটার কাছ থেকে ভারতের বানিয়ান জেলার রামমোহন থানার মোহমুংগীত গ্রামের বাসিন্দা জোহরা (২৮) ও রিমা আক্তার রিপাকে (১৪) আটক করে।একই সময়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১২ জন বাংলাদেশিকে আটক করে বিজিবি সদস্যরা। এরমধ্যে চারজন শিশু, তিনজন পুরুষ এবং পাঁচজন নারী রয়েছেন। আটকরা জানান, তাদের বাড়ি নোয়াখালি ও বান্দরবান জেলায়। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদেরকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর