নড়াইলের লোহাগড়ায় প্রথম স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্বামী আবুল কাশেমের বিরুদ্ধে। আহত স্ত্রী আন্নাদি লোহাগড়ার উপজেলার রামকান্তপুর গ্রামের সামছু মোল্যার মেয়ে। তিনি লোহাগড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আন্নাদি জানান, ১৮ বছর আগে তার বিয়ে হয় বাতাসী গ্রামের আকবার শেখের ছেলে কাশেমের সঙ্গে। কাশেম ঢাকায় থাকেন এবং সেখানে গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন। তিনি আরো জানান ঈদের দিন বিকেলে তিনি স্বামীর কাছে দ্বিতীয় বিয়ের ব্যাপারে
জানতে চাইলে কাশেম অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বেধড়ক মারধর করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন।