Friday, December 5, 2025

সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদ রোববার

সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামীকাল, রোববার (৩০ মার্চ), পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার (২৯ মার্চ) সৌদির দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ এ তথ্য নিশ্চিত করেছে।

চাঁদ দেখা যাওয়ায় সৌদি নাগরিকরা এবার ২৯টি রোজা পালন করেছেন। সৌদি আরবের বড় দুই পর্যবেক্ষণ কেন্দ্র—সুদাইর ও তুমাইরে চাঁদ দেখার জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছিল। স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে আনুষ্ঠানিকভাবে ঈদের চাঁদ অনুসন্ধান শুরু হয়।

সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রের প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল-খুদাইরি জানান, শনিবার সন্ধ্যা ৬টা ১২ মিনিটে সৌদি আরবে সূর্যাস্ত হয় এবং অর্ধচন্দ্র সূর্যাস্তের ৮ মিনিট পর অস্ত যায়। আবহাওয়া অনুকূল থাকলে চাঁদ দেখার সম্ভাবনা ছিল। পরবর্তীতে আব্দুল্লাহ আল-আমার নামের এক জ্যোতির্বিদও চাঁদ দেখার ব্যাপারে আশাবাদী ছিলেন এবং শেষ পর্যন্ত তাদের অনুমান সত্য প্রমাণিত হয়।

তবে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, ২৯ মার্চ আরব ও ইসলামিক বিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা কম ছিল। কারণ, তাদের বিশ্লেষণ অনুযায়ী, ওই দিন সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে এবং সূর্যাস্তের পর চাঁদের সূর্যের সঙ্গে সংযোগ ঘটবে। ফলে খালি চোখে বা টেলিস্কোপে চাঁদ দেখা সম্ভব নয় বলে তারা পূর্বাভাস দিয়েছিল।

এদিকে, যেসব দেশ শুধুমাত্র চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে, সেখানে এবারের রমজান মাস ৩০ দিনের হওয়ার সম্ভাবনা ছিল। ফলে ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপনের কথা বলা হয়েছিল। তবে সৌদিতে চাঁদ দেখা যাওয়ায় আমিরাতের পূর্বাভাস আংশিক ভুল প্রমাণিত হয়েছে।

সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদুল ফিতর উদযাপন করে। তাই এসব দেশেও রোববার ঈদুল ফিতর উদযাপিত হবে বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর