নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর বাড়ি ও গাড়ি পুড়িয়ে দেওয়া, ভাংচুর, মূল্যবান কাগজপত্র ও আসবাবপত্র লুটের ঘটনায় জ্ঞাত ১০ জনসহ অজ্ঞাতনামা ২শ থেকে ৩শ জনের বিরুদ্ধে নড়াইল সদর আমলি আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে নিলুর ম্যানেজার সিরাজুল ইসলাম এ মামলা দায়ের করেন।
নড়াইল সদর আমলি আদালতের বিচারক মেহেদী হাসান মামলাটি আমলে নিয়ে নড়াইল সদর থানার ওসিকে আগামী ২৮ মে’র মধ্যে বিষয়টির তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় নাম উল্লেখ করা আসামিরা, হলেন নড়াইল সদরের চন্ডিতলা গ্রামের সাহেদ খাঁ ও তার ভাই রাজু খাঁ, শহরের কুড়িগ্রাম এলাকার শান্ত, সাধনা বেগম, নারগিস বেগম, বিপ্লব প্রামাণিক, বেতবাড়িয়া এলাকার প্রদীপ বিশ্বাস, জয় বিশ্বাস, কলোড়া গ্রামের সবুর মোল্যা ও শর্ফ মোল্যা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নিজাম উদ্দিন খান নিলু মৃদুলা ইন্টারন্যাশনালের মালিক। ৫ আগস্ট আসামিরা তার বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাংচুর চালায় এবং দু’টি গাড়ি পুড়িয়ে দেয়। পাশাপাশি তার লাইসেন্সকৃত অস্ত্র, ব্যবসায়িক ও জমিজমার বিভিন্ন কাগজপত্র পুড়িয়ে ফেলে। এতে আনুমানিক ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। বাদী দাবি করেছেন, এসব ঘটনা তার সামনেই ঘটেছে।
নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, “বৃহস্পতিবার মামলা হওয়ায় আদালতের আদেশ হাতে পেতে দু’একদিন সময় লাগবে। আদেশ পাওয়ার পর আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”







