ফাতিমা আক্তার মিম: নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গত ২৪ মার্চ সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ আয়োজনে দলীয় নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও ইউরোপ, আমেরিকা, রাশিয়া, আফ্রিকা ও এশিয়ার সাংগঠনিক সমন্বয়ক জনাব আনোয়ার হোসেন খোকন। এছাড়া প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জনাব হাবিবুর রহমান সেলিম রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা, সাবেক যুগ্ম আহ্বায়ক এমলাক হোসেন ফয়সাল, রুহুল আমিন নাছির, মোঃ নাসির উদ্দিন, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, নিউইয়র্ক মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, সাবেক যুগ্ম আহবায়ক লিয়াকত হোসেনসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আনোয়ার হোসেন খোকন বলেন, “বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাব।”
অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা স্বাধীনতা দিবসের তাৎপর্য ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।







