যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের স্বাধীন প্যানেল ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ) এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতে ধর্মীয় সংখ্যালঘুরা ক্রমবর্ধমান বৈষম্য ও সহিংসতার শিকার হচ্ছেন। মঙ্গলবার প্রকাশিত এই প্রতিবেদনে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাদের হত্যা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ভারতে সংখ্যালঘুদের ওপর হামলা ও বৈষম্য বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দল বিজেপির মুসলিমবিরোধী বক্তব্যের বিষয়টিও তুলে ধরা হয়েছে। যদিও নয়াদিল্লি এই প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট বলে নাকচ করেছে।
তবে ইউএসসিআইআরএফের সুপারিশ বাস্তবায়ন বাধ্যতামূলক নয়, তাই র-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা কম বলে বিশ্লেষকরা মনে করছেন।
অনলাইন ডেস্ক