Sunday, April 27, 2025

নড়াইলে শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নড়াইল সদর উপজেলা শাখায় বাংলাদেশ শিক্ষক সমিতির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বুধবার (২৬ মার্চ) বিকেল ৫টায় শিক্ষক সমিতির কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম সুলতান মাহমুদ।

অনুষ্ঠানে রমজানের গুরুত্ব, রমজান ও স্বাস্থ্য বিজ্ঞান এবং রমজানের সামাজিক প্রভাব নিয়ে আলোচনা করা হয়। প্রধান শিক্ষক মো. ফেরদৌস হোসেন, প্রশান্ত দত্ত, জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস এই বিষয়গুলোর ওপর তাঁদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে নড়াইল সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর