নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সরকারি মহিলা কলেজের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও বাঁশগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আজিবর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। কলেজের অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকবৃন্দ সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধা শেখ আজিবর রহমানকে বরণ করে নেন। একই অনুষ্ঠানে ২৫ মার্চ ২০২৫ গণহত্যা দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল দশটায় কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৫ উদ্যাপন কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সুপর্না নাগ এর সভাপতিত্বে এবং মোঃ শাহিন আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বজিৎ কুমার ভৌমিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো: আকবর আহম্মদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক পীযূষ কুমার দাস, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বজিৎ বিশ্বাস, গণিত বিভাগের সরকারি অধ্যাপক অশোক কুমার মজুমদার, ইসলাম শিক্ষার প্রভাষক মাহমুদুর রহমান, পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক মন্নু বিশ্বাস, ইংরেজি বিভাগের প্রভাষক সবুজ কুমার হালদার, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সন্ধ্যা রানী কুন্ডু এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ ওমর ফারুক। এছাড়াও কলেজের কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা ২৫ মার্চ গণহত্যা দিবসের গুরুত্ব ও ভয়াল কালো রাতের ইতিহাস তুলে ধরেন। সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা শেখ আজিবর রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তার অংশগ্রহণ ও নড়াইল মুক্ত করার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি শুধু মুক্তিযোদ্ধাই নন, বরং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। বাঁশগ্রাম ইউনিয়নে টানা ১১ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং কখনো দুর্নীতি ও অন্যায়কে প্রশ্রয় দেননি। এজন্য তিনি বিদেশ সফরের সুযোগ পান।
শেখ আজিবর রহমান শুধু প্রশাসনিক ক্ষেত্রেই নন, ক্রীড়াক্ষেত্রেও নন্দিত ছিলেন। তিনি জাতীয় দলের জন্য নির্বাচিত হয়েছিলেন এবং দশ বছর আরামবাগ ক্রীড়া চক্রের নিয়মিত খেলোয়াড় হিসেবে সুনাম অর্জন করেছেন।
সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আর কে-০৪