নড়াইল প্রতিনিধিঃ নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের আগমন উপলক্ষে নড়াইল প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (২৩ মার্চ) দুপুর ২টায় প্রেসক্লাবের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
নড়াইল প্রেসক্লাবের আহ্বায়ক অ্যাডভোকেট এস. এম. আব্দুল হকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা সমাজের ভুল-ত্রুটি তাদের লেখনীর মাধ্যমে তুলে ধরেন। বিএনপি সবসময় সাংবাদিকদের পাশে আছে। নড়াইলে কোনো চাঁদাবাজের স্থান নেই।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু। আরও বক্তব্য রাখেন নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র সাংবাদিক তারিকুজ্জামান লিটু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোরশেদ জাপল, যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, প্রেসক্লাবের কার্যকরী সদস্য কার্তিক দাস, মোস্তফা কামাল, খায়রুল আরেফিন রানা, কাজী হাফিজুর রহমান ও অ্যাডভোকেট আজিজুল ইসলামসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের কার্যকরী পরিষদ সদস্য আল আমিন ও সাংবাদিক মুন্সি আসাদুর রহমান। সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে বরণ করেন সিনিয়র সাংবাদিকরা।
আর কে-০৫