স্বজন সূত্রে জানা যায় আয়শা (১০) কিশোরগঞ্জ জেলার রফিক শেখের মেয়ে। মৃত আয়শার বাবা রফিকুল ইসলাম ও মা শিল্পী বেগম উভয় সৌদি প্রবাসী। আয়শার মা, বাবা প্রবাসে থাকার কারনে ছোট বেলা থেকে পাচুড়িয়া গ্রামের খালু আব্দুল মান্নান শেখের বাড়িতে খালার কাছে লালিত পালিত হয়। আয়শা পাচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। খেলার সাথীদের নিয়ে নবগঙ্গা নদীতে গোসেল করতে গেলে এক পর্যায়ে নদীর স্রোতে তলিয়ে যায়। সাথীদের ডাক চিৎকারে প্রতিবেশী লোকজন এসে তাকে নদী থেকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ খালেদ সাইফুল্লাহ বেলাল মৃত ঘোষনা করেন।
এঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমানের সাথে কথা হলে তিনি সংবাদিকদের বলেন আইনি প্রক্রিয়া শেষে মরাদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আর কে-১৯







